বগুড়ায় পর্নোগ্রাফি ভিডিও বিক্রিঃ জরিমানা ২০ হাজার টাকা

304

যৌন উত্তেজনা সৃষ্টি করে অশ্লীল ভিডিও চিত্র বিক্রির সময় বগুড়ায় সবুজ নামের এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৬ অক্টোবর মঙ্গলবার, বিকেলে পৌনে ৪টায় শহরের শপ্তপদী মার্কেটে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার শহরে সপ্তপদী মার্কেটে অভিজান চালিয়ে পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও বিক্রির সময় সবুজ নামে এক দোকানদারকে আটক করা হয়।
পরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুসারে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং দোকান থেকে ১০০ জিবি পর্নোগ্রাফি সহ কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়।