বগুড়ায় গলায় ওড়না পেঁচিয়ে তৃষ্ণা (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার তারা মিয়ার মেয়ে। তৃষ্ণা সরকারি আজিজুল হক কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
বুধবার বিকালে তার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর ঘটনাস্থল পরিদর্শনের পর ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে।