প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বগুড়ায় আ.লীগের বিক্ষোভ

290

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদে এবং
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগ ও সহযােগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, এড. জাকির হোসেন নবাব, শেরীন আনােয়ার জর্জিস, এস এম রুহুল মােমিন তারিক, মাশরাফি হিরাে, আবু সুফিয়ান সফিক, আব্দুস সালাম, সাজেদুর রহমান শাহীন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। সরকার আইনের শাসনে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড বলে ঘােষণা দিয়েছেন। অথচ বিএনপি-জামায়াতের
দোসররা ঘােলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তারা ধর্ষকদের নয় বরং সরকার পতনের দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা চায় দেশকে অস্থিতিশীল করতে। এ ব্যাপারে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান। নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটুক্তিকারীদের গ্রেফতার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।