মাদক থেকে বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই- একেএম আসাদুর রহমান দুলু

315
  1. বগুড়া শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।

৯ অক্টোবর, শুক্রবার বিকেলে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি পূর্বপাড়া ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি বলেন, খেলাধুলা শরীর এবং মন ভালো রাখে। বর্তমান যুব সমাজকে নেশার জগত হতে বেরিয়ে আসতে খেলাধুলার কোন বিকল্প নেই। যারা ধর্ষণে লিপ্ত থাকে এদের কে ঘৃণা করতে হবে।

তিনি আরো বলেন, একমাত্র যুব সমাজ ই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে। সুতরাং সন্ত্রাস ও মাদক মুক্ত জীবন যাপন করতে হলে খেলাধুলার প্রতি মনোযোগ নিয়ে আসতে হবে।