ধুনটে মেধাবী ছাত্রের জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

211

মানুষ মানুষের  জন্য

প্রেস বিজ্ঞপ্তি.. মেধাবী ছাত্র সুমনের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।  উপজেলা ছাত্রলীগের ছাত্রী-বিষয়ক সম্পাদক আসমা নুসরাত লাবনির নেতৃত্বে ১৬ সদস্যের টিম গঠন করা হয়। তারা মানুষের দারে দারে গিয়ে সাহায্য তুলছে। এদের মধ্যে মাহমুদুল হাসান সোহাগ, মামুন, রাজিব, তুহিন, নাসিম, আশার আলো, আপেল,স্বাধীন, রাজিন, মুনসুর, শিপন হানিফ
সুমন কুমার সরকারি আজিজুল হক কলেজ বগুড়া ।
17-18 সেশনের হিসাব বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র।ছেলেটির দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার ফলে তার বোনের দেওয়া একটি কিডনিতে বেঁচে ছিল সুমন । প্রথমবার কিডনি প্রতিস্থাপন করতে প্রায় 20 লক্ষ্য টাকার মতো খরচ হয়েছিল যা যোগাড় করতে তার পরিবারের জায়গা জমি বিক্রি করেছিল । তবুও তার বাবা চেয়েছিল তাদের একমাত্র ছেলে বেঁচে থাকুক। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস তার বোনের দেওয়া একটি কিডনিটি অকেজো হয়ে যায়।
নতুন করে কিডনি ডোনেট করবে তার বাবা । অপারেশন করতে প্রায় 10 লক্ষ্য টাকা প্রয়োজন ।কিন্তু এবার সুমনের পরিবারের পক্ষে প্রায় 10 লক্ষ্য টাকার যোগান দেওয়া সম্ভব নয় ।
তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য।
দশের লাঠি একের বোঝা
মহান আল্লাহ্’র কৃপায়
আপনাদের সকল সহযোগিতার মাধ্যমে বেঁচে যেতে পারে একটি প্রাণ । তাই যে যতোটুকু পারেন সহায়তা করে সুমনের পাশে থাকুন ।
সহায়তা পাঠানোর মাধ্যম
01732548595(বিকাশ)
আপনাদের পাঠানো অর্থ সততা ও নিষ্ঠার সাথে যেন বন্ধুর পরিবারের কাছে পাঠাতে পারি এবং বন্ধুর দুঃসময়ে পাশে থাকতে পারি ।
আমার সকল বড় ভাই, ছোট ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের বিনীত অনুরোধ করবো আপনারা আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন।
রাসুল্লুলাহ্ (সঃ) বলেছেন যে ব্যক্তি অন্যের বিপদে সাহায্য করবে , স্বয়ং আল্লাহ্ তার বিপদে সাহায্য করবে ইনশাল্লাহ্।
আর সবাই বেশি বেশি শেয়ার করার মাধ্যমে ও সহযোগিতা করবেন ।
আপনার শেয়ার করার মাধ্যমে ও সহযোগিতার হার বৃদ্ধি পেতে পারে ।