বগুড়া সদরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

262

স্টাফ রিপোর্টার.বগুড়ায় সদর উপজেলার বারপুর এলাকার সিয়াম রহমান (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ সিয়াম কলোনী জামিল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিয়ামের বাবা মাহফুজার রহমান জানান, গত মঙ্গলবার(১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাঁর ছেলে কাওকে কিছু না জানিয়ে বাসায় থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয় স্বজন, মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, তার ছেলে সিয়ামের উচ্চতা আনুমানিক ৪ ফুট এক ইঞ্চি। তার গায়ের রঙ শ্যামলা এবং শারীরিক গঠন মাঝারী স্বাস্থ্যবান। বাসায় থেকে বের হওয়ার সময় তার পড়নে নীল জিন্স প্যান্ট ছিল।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম জানান, সিয়ামের নিখোঁজের ঘটনায় সারাদেশে পুলিশের পক্ষ থেকে বেতার বার্তা পাঠানো হয়েছে। তার সন্ধান পেতে পুলিশি তৎপরতাও অব্যাহত আছে।