বগুড়ায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

257

  

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বগুড়া শহরের ম্যাক্স মোটেলের হলরুমে বৃহস্পতিবার বিকেলে কেক কর্তন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বনপা’র রাজশাহী বিভাগের যুগ্ন-আহ্বায়ক ও ৭১ ভিশন এর প্রকাশক ও সম্পাদক মাকসুদ আলম হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির, দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, জার্নাল বিডির প্রকাশক পরিমল প্রসাদ রাজ, ইঞ্জিনিয়ার শাহিন হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বনপার কেন্দ্রীয় সদস্য ও তাজা খবরের বার্তা প্রধান নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন , দৈনিক মহাস্থান এর সম্পাদক নুরুন্নবী রহমান, দৈনিক প্রত্যয় এর উত্তরবঙ্গের ব্যুরো প্রধান রাকিবুল হাসান শান্ত, দৈনিক দৃষ্টি প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রাজিবুল ইসলাম রক্তিম, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি আব্দুস সালাম বকুল, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, উত্তরবঙ্গ নিউজ এর প্রকাশক ও সম্পাদক ফিরোজ পশারী রানা, দৈনিক তাজা খবর এর লিটন গাজী, দৈনিক প্রত্যাসা প্রতিদিন এর নিশা হাসান সুমন, নর্থ বেঙ্গল নিউজ এর সম্পাদক আশিক সুজন, আলোকিত বগুড়া এর প্রকাশক ও সম্পাদক এম টি আই স্বপন মাহমুদ, ৭১ ভিশন এর স্টাফ রিপোর্টার স্বপন ইসলাম, দৈনিক প্রত্যয় এর শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সমকাল ডটকম এর প্রতিবেদক কুমার নিতাই, সাংবাদিক রহমান মুসা, হায়দার আলী মিঠু, শহিদুল ইসলাম শাওন, দৈনিক দৃষ্টি প্রতিদিন এর স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, ৭১ ভিশন এর স্টাফ রিপোর্টার শিবলী সরকার, সুপ্রভাত বগুড়া এর প্রকাশক সম্পাদক আশরাফুল ইসলাম রহিত, গাবতলী সংবাদ এর স্টাফ রিপোর্টার শাফায়াত সজল, আনোয়ারুল ইসলাম লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক প্রত্যয় এর ব্যুরো প্রধান ও ৭১ ভিশন এর সহ-সম্পাদক রাকিবুল হাসান শান্ত ও দৈনিক দৃষ্টি প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও একাত্তর ভিশন এর স্টাফ রিপোর্টার রাজিবুল ইসলাম রক্তিম।