২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০

118

 

 

১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার,দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬০৮ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬০০ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখ ২৬ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।