বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার সকাল ১০ টায় সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি পরিবারে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল , ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং ৫শ গ্রাম সুজি বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি ,বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড: মকবুল হোসেন মুকুল, বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এ, কে, এম সুরুতজামান , কার্যনির্বাহী সদস্য মিসেস এলিজা ইয়াছমিন কেয়া, আলী এখতিয়ার তালুকদার তাজু, আবু ওবায়েদ মো: বাকী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, যুব রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের যুব প্রধান আসিফ উর রহমানসহ যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ ।