নুর আলম নুর(গাবতলী) বগুড়া, প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্নভাবে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। ৪০ (চল্লিশ) জন শিক্ষক ভোটারের মধ্য ৩৬ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করে। এতে ২৬ ভোট পেয়ে আব্দুর সবুর পিন্টু সভাপতি, তার নিকটতম প্রার্থী রেজাউল করিম ১০ ভোট,২৭ ভোট পেয়ে এ এ কে এম পান্না মিয়া সাধারন সম্পাদক,তার নিকটতম প্রার্থী আমিনুল ইসলাম ৯ ভোট এবং বিনা প্রতিদ্বন্দিতায় বজলুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার লাঠিগঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষ রোকেয়া পারভিন ও সহকারি প্রিজাইডিং শাফিউল আবরার।