শাজাহানপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

315

 

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য বিট পুলিশিং সমাবেশ করেছে শাজাহানপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি বিটে একযোগে একই সময়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট এলাকার উল্লেখ যোগ্য সংখ্যক নারী, জন প্রতিনিধি, শিক্ষক, ইমাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহব্বান জানান। উপজেলার আড়িয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশে বক্তব্যে থানার এসআই ছাম্মকাক হোসেন বলেন, সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিৎ করতে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে পুলিশ। সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।