গাবতলীতে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ সমাবেশে- রবিন খান, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের কোন ছাড় নেই

207

 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, দেশে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের কোন ছাড় হবে না। এদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টির লক্ষ্যে দেশে এই ধর্ষনের ঘটনাকে পুজি করে বিএনপি-জামায়াত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এর যোগ্য জবাব দিবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পদ্মাসেতু, বঙ্গবন্ধু ট্রানেলসহ দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গরীব গর্ভবতী মায়েদের জন্য ভাতার ব্যবস্থা চালু করেছে এ সরকার। বর্তমান সরকারের আমলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও বক্তব্য দেয়া এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে রবিবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে বগুড়ার গাবতলী উপজেলা আ’লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা পরিষদের সদস্য ফয়সাল খান জনি, জেলা যুবলীগ নেতা নুরেজ্জামান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান তিতাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী মিন্টু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আক্তার, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল এবং মিজানুর রহমান পান্না প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, জিয়াউর রহমান জুয়েল, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, হুমায়ন আলম চান্দু, আ’লীগ নেতা এমরান হোসেন রিবন, জান্নাতুল আলম রুমেল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, সহ-সভাপতি মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, বগুড়া-৭আসনের এমপি’র গাবতলী প্রতিনিধি যুবলীগ নেতা জাফরু পাইকার, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার, ইউপি চেয়ারম্যান আঃ মতিন মিঠু, সেকেন্দার আলী, গোফ্ফার আলী, আলমগীর হোসাইন খান, সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রাঙ্গা, স্বপন, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার আলী, যুগ্ম আহবায়ক ফোরকান, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক বুলেট, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক অটল, পৌর যুবলীগের সভাপতি হিরন পাইকার, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা তাতী লীগের আহবায়ক ফেরদৌস আলম গামা, সদস্য সচিব বিমল রায়, ছাত্রলীগ নেতা মিল্টন হোসাইন, রোহনুল খাওলা রোহন, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, সাধারণ সম্পাদক বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।