নির্বাচনে হারলে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবেন ট্রাম্প!

131

বগুড়া এক্সপ্রেস ডেস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হলে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবেন। শুক্রবার ফ্লোরিডা ও জর্জিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প দাবি করেছেন, বাইডেন নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে কমিউনিজম চালু করবেন এবং অভিবাসী অপরাধীদের বন্যা বইয়ে দেবেন।

 

তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে বাজে প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা আমাকে চাপের মুখে ফেলেছে। আপনারা কি কল্পনা করতে পারেন হেরে গেলে আমি কী করব?’

ট্রাম্প নিজেই সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি খুব ভালো অনুভব করবো না। হয়তো আমি এই দেশ ছেড়ে চলে যাব। আমি জানি না।’

ডেমোক্রেট পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের মূল্যবোধকে তাচ্ছিল্য করা ছাড়া তাদের আর কিছুই নেই। তারা আমেরিকাকে একটি কমিউনিস্ট দেশে পরিণত করতে চায়।’