বগুড়া তিন থানায় নতুন ওসি

255

বগুড়ায় তিন থানায় নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন- শহিদুল ইসলাম, রেজাউল করিম রেজা এবং হাসান আলী। এদের মধ্যে শেরপুর থানায় শহিদুল ইসলাম, সোনাতলা থানায় রেজাউল করিম রেজাকে এবং হাসান আলীকে দুপচাঁচিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
নবনিযুক্ত তিন ওসির মধ্যে শহিদুল ইসলাম বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখায়, রেজাউল করিম রেজা সদর থানায় ইন্সপেক্টর(তদন্ত) এবং হাসান আলী একই থানায় ইন্সপেক্টর(অপারেশন) হিসেবে সর্বশেষ কর্মরত ছিলেন।
সনাতন চক্রবর্তী জানান, আদেশে পাওয়া তিন পুলিশ কর্মকর্তা তাদের নিজ নিজ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। এছাড়া দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমানকে সারিয়াকান্দি থানায় এবং সারিয়াকান্দি থানার ওসি আল আমিনকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে।