বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের- নির্মাণধীন ভবনের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন1 মিনিটে পড়ুন

180

প্রেস বিজ্ঞপ্তি।
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্মানাধীন ভবনের ফ্লোর ঢালাই কাজের উদ্ভোধন আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা সেচ্ছাসেবকলীগ
এর যুগ্ম আহবায়ক, আবু বাশার মানিক,
ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি –
এনামুল হক রুমি, সাধারণ সম্পাদক- ইয়াকুব আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আবু তাহের টুকু,আঃলীগ নেতা- আব্দুল বারী- স্বপন আকন্দ, আব্দুস সাত্তার- আনোয়ার রেজা,মিরাজ উদ্দিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-আরাফাত হোসেন,
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,ছাত্রলীগ নেতা- আবু তাহের সোহাগ- রাব্বি- রানা- সফিকুল- রকি সহ- আঃলীগ ও সহযোগী সংগঠনের বিভন্ন-নেতৃবৃন্দ।