বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়ার আলোচনা সভা অনুষ্ঠিত

172

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বগুড়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গওহর আলী বার ভবনের সভাকক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এ্যাড. মকবুল হোসেন মুকুল, এ্যাড. তোজাম্মেল হক, এ্যাড. লুৎফে গালিব আল জাহিদ মৃদুল, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. সাব্বির আহম্মেদ বিদ্যুৎ, এ্যাড. আবুল কালঅম আজাদ  তোতা), এ্যাড. ফজলুল হক সবুজ, এ্যাড. মনতেজার রহমান মন্টু, এ্যাড. জাহিদুল ইসলাম বাচ্চু, এ্যাড. খায়রুল বাশার নিলুজ, এ্যাড. বীরেশ^র সরকার, এ্যাড. শাহাদৎ হোসেন, এ্যাড. ওয়াজেদুর রহমান ওয়াজেদ, এ্যাড. জাকির হোসেন নবাব, এ্যাড. শফিকুল ইসলাম নাফরু, এ্যাড. নাসিমুল করিম হলি, এ্যাড. পদ্দ কুমার দেব, এ্যাড. খায়রুল বাশার সোহাগ, এ্যাড. মোস্তফা কামাল প্রিন্স, এ্যাড. ফাহিম শাহারিয়ার, এ্যাড. রাফি সৌরভ, এ্যাড. রশিদ এ্যাড. সোহাগ, এ্যাড. সুমন প্রমূখ।