বিহার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক দূর্গা পূঁজা উপলক্ষে ইউনিয়নব্যাপী হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ1 মিনিটে পড়ুন

190

 

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক শারদিয়া দূর্গাপূঁজা উপলক্ষে ইউনিয়ন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন। জানা যায়, ২১অক্টোবর (বুধবার) বিকালে বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে ও নিজেস্ব তহবিল হতে ইউনিয়নের ধামাহার আবাসন, বিহার পদ্মার পাড়া, সংসারদিঘী মধ্যপাড়া, সংসারদিঘী দক্ষিণ পাড়াসহ হিন্দু সম্প্রদায়ের মাঝে ৩’শ পিচ শাড়ী-লুঙ্গী বিতরণ করেণ। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও শিবগঞ্জ মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোছাঃ চামেলী খাতুন, সংসারদিঘী মধ্যপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্দীরের সভাপি শ্রী সূজিত দাস, সাধারণ সম্পাদক শ্রী দিলীপ দাস, শ্রী উত্তম কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাজ, রেজাউল করিম, নুর মোহাম্মাদ সুমন প্রমূখ।