বগুড়ায় শিশু অপহরণকালে ৪ ব্যক্তিকে গণপিটুনি এলাকাবাসীর

160

গাবতলী  প্রতিনিধি…
বগুড়ায় সৌরভ নামে চার বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৪ ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার গাবতলী উপজেলার পাঁচ মাইল নামক জায়গায় ওই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক হওয়া ওই ৪ জন হলো- মিল্লাত(৩০), রেজাউল (২৪্‌ আল-আমিন (২২) ও শরিফুল(২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার গাবতলি উপজেলার মোদিপাড়া গ্রামের কৃষক সূজনের চার বছরের ছেলে সৌরভ। অন্যদিনের মতোই বুধবার সকালে বাড়ির পাশে সে খেলা করছিলো। তখন সাদা রঙয়ের একটি প্রাইভেট কারে তাকে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারীরা। এদিকে ঘটনাটি জানাজানি হলে ওই সাদা প্রাইভে্ট কার ধাওয়া করে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে পাঁচ মাইল নামক জায়গায় প্রাইভেটকারইটি ধরে ফেলে তারা। এসময় প্রাইভেট কারে থাকা চার ব্যক্তিকে গণপিটুনি দেয়া এবং সৌরভকে উদ্ধার কর হয়। পরে পুলিশকে জানানো হলে তারা এসে অপহরণকারীদের ধরে থানায় নিয়ে যায়।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতা অপহরণকারীদের গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং তাদের আটক করে থানায় নিয়ে আসে।