আদমদীঘিতে ১২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার1 মিনিটে পড়ুন

103

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোহেল রানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোহেল রানা নওগাঁর ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মতি মন্ডলের ছেলে। বুধবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর শরীব সার কারখানার নিকট ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে তাকে আটক ও ওই পরিমান ফেনসিডিল উদ্ধার করেন। এ ব্যাপারে  বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, গত বুধবার সন্ধ্যায় নওগাঁ থেকে বাস যোগে ঢাকার উদ্যেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে শিবপুরের নিকট শরীব সার কারখানার নিকট ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের বাস থামিয়ে তল্লাশি কালে সিটে বসা সোহেল রানার পায়ের নীচে দুটি বালিশের ভিতর অভিনব কায়দায় বিশেষ ভাবে লুকানো ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।