আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই চালকলের ২৫ হাজার টাকা জরিমানা, প্লাষ্টিক বস্তা জব্দ

141

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

চটের বস্তা ব্যবহার না করে অবৈধভাবে প্লাষ্টিক বস্তায় চাল রাখার দায়ে দুই অটো চালকলের ২৫ হাজার টাকা জরিমানা ও প্লাষ্টিক বস্তা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুববা হক আদমদীঘির পশ্চিম ঢাকারোডের নিকট সালমান অটোরাইস মিলে অভিযান চালিয়ে পাটজাত পন্য বা বস্তা ব্যবহার না করে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার দায়ে তার ২০ হাজার টাকা জরিমানা ও ২৫০ টি প্লাষ্টিক বস্তা জব্দ এবং ফুলজান এগ্রোরাইচ মিলের ৫হাজার টাকা জরিমানা করেন।