তাড়াশের মহাসড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার ৩

228

এ এইচ খোকন তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় ৩ জনকে চেতনানাশক খাইয়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাদের উদ্ধার তাড়াশ থানার টহলরত পুলিশ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করেন।
তারা হলেন, তৈল ব্যবসায়ী পাবনার চাটমোহর উপজেলার বিলদহ ইউনিয়নের লটাবাড়ি জোড়কান্দি গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৯), তার চাচা মো. সোহেল (২০) ও রাজশাহী জেলার তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের রানা আহমেদ (২০)। এদের মধ্য শাকিলের জ্ঞান ফিরেছে।
এদিকে ব্যবসায়ী শাকিল জানান, ঢাকার গাবতলী থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা । এ সময় ট্রাকের মধ্যে থাকা এক ব্যাক্তি আমাদের কোমল পানীয় খেতে দিলে আমরা সেগুলো খাই। পরে যমুনা সেতুর কাছাকাছি এসে জ্ঞান হারিয়ে ফেলি।
ব্যাবসায়ী শাকিল আরো জানান, আমার কাছে থাকা ব্যবসার টাকা, মোবাইল ফোন সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোঃ ফজলে আশিক বলেন, মহাসড়কে থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।