বগুড়া এক্সপ্রেস ডেস্ক।
বৃহস্পতিবার শারীরিকভাবে অসুস্থতার কথা বলেছিলেন, ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। তার অসুস্থতার খবর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। উদ্বিগ্নও হয়ে পড়েন ক্রীড়াঙ্গনের তারকারা।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
কপিল দেবের স্ত্রী রোমি স্পোর্টসটাককে বলেছেন, বৃহস্পতিবার বিকালে শারীরিক অসুস্থতার কথা বলেন কপিল। এর পর পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষার পর কপিলের হার্টে ব্লক ধরা পড়ে। এর পরই অস্ত্রোপচার করানো হয়।
অস্ত্রোপচারের পর ফোর্টিস এসকোর্টস হার্ট ইন্সটিটিউট জানায়, কপিল দেব আইসিইউতে থাকলেও তার শারীর স্থিতিশীল অবস্থায় রয়েছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় হাসপাতালে এসে বুকের ব্যথার কথা জানান কপিল।
কপিলকে কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ভারতের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ানডে খেলা কপিলের নেতৃত্বেই ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল ভারত। টেস্টে তিনিই একমাত্র ক্রিকেটার যার ৫ হাজার রানের সঙ্গে রয়েছে ৪০০টি উইকেট।