নীরার মন খারাপ, সিনেপ্লেক্সে থাকবেন অয়ন ঊনপঞ্চাশ বাতাসের অয়ন, নীরা

207

বগুড়া এক্সপ্রেস ডেস্ক।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। বহুল প্রতীক্ষিত এ চলচ্চিত্র শুক্রবার (২৩ অক্টোবর) দেশের ৭টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।

এ তালিকায় রয়েছে—স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের তিনটি হল।

দীর্ঘ তিন বছর এই সিনেমার পেছনে ব্যয় করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। কিন্তু স্বল্প সময় হাতে নিয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন সংশ্লিষ্টরা। যার কারণে প্রচারের সময় খুবই অল্প ছিল। স্বাভাবিক কারণে ভীষণ চাপের মধ্যে সময় পার করছে সিনেমাটির টিম।

সম্পর্ক, বিশ্বাস আর আস্থার গল্প নিয়ে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এই চলচ্চিত্রের গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা।

শুক্রবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দুপুর একটায় প্রদর্শিত হবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার প্রথম শো। এতে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন অয়ন অর্থাৎ ইমতিয়াজ ও নির্মাতা উজ্জ্বল। কিন্তু নীরা অর্থাৎ শার্লিন ফারজানা উপস্থিত থাকতে পারছেন না। আর এ নিয়ে তার ভীষণ মন খারাপ।