সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তুলতে হবে-রনি

121

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ খান রনি বলেছেন, সোনার বাংলায় সোনার মানুষ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর দেখা সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে। বগুড়ায় করোনা ভাইরাসের মধ্যে যখন সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ঠিক তখনই বগুড়ায় বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের আন্তঃব্যাচ ফুটবল খেলার আয়োজনে করে নিজেদের মাঝে মেল বন্ধনে আবদ্ধ হচ্ছে। বগুড়া সেন্ট্রাল হাইস্কুল জেলা অন্যতম একটি বিদ্যাপিঠ। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত খেলায় সকল নিয়ম শৃংখলা মেনে পরিচালিত করতে হবে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। ক্রীড়ার মাধ্যমে যুবরা আগামী দিনের শক্তিতে পরিণত হবে।
শুক্রবার বিকেলে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রাক্তন জাতীয় ক্রীড়াবিদ দিলদার রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিম পোদ্দার। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাজিবের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজিদ, রাজিব, শিপন সহ আরও অনেকে।