ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উন্নতি, অপরিবর্তিত বাংলাদেশ

155

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে লম্বা সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ফুটবল। দীর্ঘ বিরতির পর খেলায় ফিরেছে বিশ্বের নানা প্রান্তের জাতীয় দল। বিশ্বকাপ বাছাই, উয়েফা নেশন্স লীগের পাশাপাশি হয়েছে প্রীতি ম্যাচও। তবে পরিবর্তন আসেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থানও।

বিশ্বকাপ বাছাইপের্বর প্রথম দুই ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে জিতে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে আর্জেন্টিনা। দুই জয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত হওয়ায় গত জানুয়ারির পর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। লাল-সবুজরা রয়েছে আগের ১৮৭ নম্বর স্থানেই। আগামী ১৩ ও ১৭ই নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৭০ নম্বর স্থানে থাকা নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি জিতলে সুযোগ থাকবে র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে ওঠার।

নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে বেলজিয়াম। দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তিনে রয়েছে ব্রাজিল। চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল। একধাপ উন্নতি হয়েছে স্পেনের। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা রয়েছে ছয়ে। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া একধাপ পিছিয়ে রয়েছে নবম স্থানে।