ন্যু ক্যাম্পে ‘অন্যরকম’ এক এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

255

খোলাধুলা ডেস্ক সামির :

আজ জনপ্রিয় এই দ্বৈরথে স্টেডিয়ামের ৯৯ হাজার সিটই থাকবে ফাঁকা। শোনা যাবে না কিউল-মাদ্রিদিস্তাদের গলা ফাটানো চিৎকার। গ্যালারির উত্তেজনা না থাকুক, মর্যাদার লড়াইয়ে মাঠের উত্তেজনা থাকবে আগের মতোই। বার্সেলোনায় যাওয়ার আগে রিয়াল কোচ জিনেদিন জিদানও তাই বললেন, ‘ক্লাসিকো ক্লাসিকোই। পরিস্থিতি যেমনই থাকুক, গ্যালারি ফাঁকা থাকুক, একটা ভালো ম্যাচ হবে।’
নিজেদের ঘরে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মর্যাদার লড়াইয়ে এগিয়ে যেতে চাইবে বার্সেলোনা। আগের ২৪৪ দেখায় সমান ৯৬টি করে ম্যাচ জিতেছে দু’দল। ৫২ ম্যাচ ড্র। গত মৌসুমে ন্যু ক্যাম্পে প্রথম সাক্ষাতে গোলশূন্য ড্রয়ের পর মার্চে নিজেদের মাঠে বার্সাকে ২-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।

তবে বার্সেলোনার মাঠে ২০০৭-এর ডিসেম্বরের পর জয় দেখেনি রিয়াল। সেবার হুলিও ব্যাপতিস্তার একমাত্র গোলে জিতেছিল লস ব্লাঙ্কোরা।
চলতি মৌসুমের প্রেক্ষাপট ভিন্ন। একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। ডাগ আউটে তাদের নতুন কোচ রোনাল্ড কোম্যান। লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচের মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড় ছেড়ে গেছেন ন্যু ক্যাম্প। তাদের জায়গা নিয়েছেন তরুণ আনসু ফাতি-পেদ্রিরা। নতুন কোচের অধীনে মাঠে তাকে নির্দিষ্ট কোনো পজিশনে খেলতে দেখা যাচ্ছে না। লা লিগায় ৪ ম্যাচে মাত্র এক গোল করেছেন এই আর্জেন্টাইন সুপার স্টার। তাও পেনাল্টিতে। দুঃস্বপ্নের মতো গত মৌসুম কাটানো বার্সেলোনা পুরোপুরি ছন্দে ফেরেনি। টানা দুই জয়ের পর লা লিগায় শেষ দুই ম্যাচে জয়হীন তারা। এর মধ্যে গেতাফের মাঠে ১-০ গোলের হার। ৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে কাতালানরা রয়েছে নবম স্থানে।
ধুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। লা লিগায় নবাগত দল কাদিজের কাছে ১-০ গোলে হারের পর বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লীগে শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে পরাজিত হয় তারা। ম্যাচের প্রথমার্ধেই তিন ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালের হার নিয়ে স্প্যানিশ মিডিয়ার শিরোনাম ছিল ‘হেডিং টু ইউরোপা লীগ’। অর্থাৎ তারা আশঙ্কা করছে এবার চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্ব থেকে ছিটকে নেমে যাবে ইউরোপা লীগে। সব মিলিয়ে বেশ চাপে আছেন কোচ জিনেদিন জিদান। শাখতারের কাছে ধরাশায়ী হওয়ার পর নিজেও স্বীকার করেছেন, দলে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। গতকাল জিদান বলেন, ‘ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ সবচেয়ে বড় সুযোগ।’ লা লিগায় ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে শাখতারের বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক সার্জিও রামোস। তবে দলগত অনুশীলনে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার সম্ভাবনা জোড়ালো করেছেন তিনি। জিদানও আত্মবিশ্বাসী রামোসকে পাবার ব্যাপারে।
বার্সেলোনা অবশ্য চ্যাম্পিয়নস লীগে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। ওই ম্যাচে গোল পেয়েছেন দলের আক্রমণভাগের প্রত্যেকে। এক গোল করেন মেসিও। এল ক্লাসিকোর ইতিহাসে সবেচেয়ে বেশি গোল এই আর্জেন্টাইনের। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে ২৬ গোল করেছেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী তারকা । এর মধ্যে লা লিগায় তার ১৮ গোল। এল ক্লাসিকোতে মোট ৩৯৯ গোল রয়েছে বার্সেলোনার। মেসি কি পারবেন আজ এল ক্লাসিকোয় বার্সেলোনার হয়ে ৪০০তম গোলটি করতে? ২০০০ সালে বার্সার হয়ে এল ক্লাসিকোয় ৩০০তম গোলটি ছিল লুইস এনরিকের, যিনি পরবর্তীতে বার্সার কোচ হিসেবে কুড়িয়েছেন অনেক সাফল্য। ২০ বছর আগে ন্যু ক্যাম্পে ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল বার্সা।

হেড-টু-হেড
(সব প্রতিযোগিতা)
ম্যাচ: ২৪৪
বার্সার জয়: ৯৬
রিয়ালের জয়: ৯৬
ড্র: ৫২
লা লিগা
ম্যাচ: ১৮০
বার্সার জয়: ৭২
রিয়ালের জয়: ৭৩
ড্র