শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন1 মিনিটে পড়ুন

191

 

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ফাহিমা আক্তার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

দিনভর তিনি উপজেলার মাঝিহট্ট সার্বজনীন দিবালয় মন্দির, ছোট নারায়নপুর (কর্মকার পাড়া)পূজা মন্ডপ, ছোট নারায়নপুর নাথপাড়া কেন্দ্রীয় দূর্গা মন্দির, উথলী দাসপাড়া সার্বজনীন হরি মন্দির, উথলী মোদক পাড়া সার্বজনীন শারদীয়া পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। কুশলাদি বিনিময় শেষে পূজা মন্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় তার সাথে আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।