ইরফান সেলিমের বাড়ির পাশে টর্চার সেলের সন্ধান

207

বগুড়া এক্সপ্রেসঃ সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাড়ির পাশে আরো একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। টর্চার সেলে মানুষের হাড়, হ্যান্ডকাফ, দূরবীন, চাকু, লাঠি, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম এবং তার সহযোগী জাহিদুল ইসলামকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মাদক ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অপরাধে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের কাছে তথ্য ছিল এই কক্ষটি টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। এরপর আমরা অভিযান চালিয়েছি। তিনি আরও বলন, টর্চার সেল থেকে হ্যান্ডকাফ, দড়ি, চাকুসহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।