শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে আটকালো অবৈধ ভাবে হাটের খাজনা আদায়কারী

173

বগুড়া এক্সপ্রেসঃ শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট নিয়ে বগুড়া জেলা জজ আদালতে মামলা চলমান থাকায় ইজারা হয়নি নয়মাইল হাট। এই সুযোগে দীর্ঘদিন ধরে খাজনা আদায় করে নিজেদের পকেট ভারী করছিলো স্থানীয় কিছু ব্যক্তি। এই ঘটনায় উপজেলা প্রশাসন অনেকবার সতর্ক করা হলেও খাজনা আদায় বন্ধ হচ্ছিলো না। অবশেষে গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় খাজনা আদায় করা অবস্থায় হাতে নাতে আটক হন আবদুর রউফ মোল্লা। দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাকে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান জানান, বার বার সতর্ক করা পরেও নয়মাইল হাটে খাজনা আদায় চলছিলো। আব্দুর রউফকে খাজনা আদায়ের সময় ধরা হয়েছে। আশা করছেন আর কেউ খাজনা আদায় করবে না।