বগুড়া এক্সপ্রেস নিউজ ডেক্স
মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রায়ে সম্রাট নামে এক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই রায় ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো. আতিকুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন লবণচরা থানার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সম্রাট। ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা করেন যার নং-১৩।
চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সাহারা ইরানী পিয়া। আসামি পক্ষে ছিলেন এড. সরদার ইয়াছির আরাফাত।