উত্তরবঙ্গের প্রতিভার বিকাশে বগুড়ায় মিলন মেলা করলো সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা

291

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় উত্তরবঙ্গের প্রতিভার বিকাশের লক্ষ্যে সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থা বগুড়ায় বিগত সময় হতে কাজ করে যাচ্ছে। যুবসমাজের অবক্ষয় রোধ কল্পে লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি সুসংস্কৃতকি জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও খেলাধুলাসহ মানবকল্যাণে বিশেষ ভূমিকা রাখছে। মানুষের মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগান মাথায় রেখে একে অপরের জন্য মানব সেবায় উৎসাহিত করার উদ্দেশ্যে এক প্রাণের মিলন মেলার আয়োজন করা হয়েছে। সংস্থাটি সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের পাশাপাশি ফেসবুক পাবলিক গ্রুপ উত্তরবঙ্গের প্রতিভা অর্ধলক্ষ সদস্য পূর্ণ হওয়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ মিলনমেলাটি আজ স্বপ্ন পূরণ করছে।

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার আয়জোনে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. মোঃ সামির হোসেন মিশু, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক অধ্যক্ষ প্রকৌশলী খন্দকার গোলম মোস্তফা, ফোরাম অফ এগ্রো মেশিনারীজ ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিং জন এর সভাপতি গোলাম আযম টিকুল সহ প্রমুখ।

শেষে অর্ধলক্ষ সদস্য পূর্ণ হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী খায়রুল আলম লাখিন এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজুন।