বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল ফ্লাইট উদ্বোধন

208

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে করোনা মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ প্লেন চলাচল শুরু হলো।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলার।

পরবর্তীকালে ইন্ডিগো-সহ অন্যান্য এয়ারলাইন্স সংস্থার প্লেন চালানো হতে পারে। খুব শীঘ্রই সপ্তাহে ৭টি প্লেন ঢাকা-কলকাতা আসা-যাওয়া করবে বলে জানা গেছে। আগামী তিনমাস এই প্লেন চলাচল হবে এয়ার-বাবল প্রক্রিয়ায়, অর্থাৎ নির্দিষ্ট দুইটি দেশের কর্তৃপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে ভ্রমণ করতে হবে।

দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে, গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে কলকাতা-ঢাকার প্লেন যোগাযোগ। ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীদের। দীর্ঘ বিরতির পর আবার ফ্লাইট চালুর এ উদ্যোগে প্রতীক্ষার অবসান হলো। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে বেশ কিছু বিধিনিষেধও থাকছে এ ফ্লাইট চলাচলে।