শিবগঞ্জ থানা কর্তৃক জব্দকৃত চাল পেলেন ১৩৫ হতদরিদ্র পরিবার

230

আব্দুর রহমান। শিবগঞ্জ থেকে

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কালোবাজারে বিক্রি করা জব্দকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (১৩৫০) কেজি চাল আদালতের নির্দেশে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
২৮ অক্টোবর (বুধবার) শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, শিবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান। উল্লেখ্য গত ২৭ আগস্ট শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের মেহেদী হাসানের চাতাল থেকে ১৩৫০ কেজি চাল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অসহায় মানুষের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির উদ্দেশ্যে বরাদ্দ কৃত। চাতাল মালিক চাল কালোবাজারে কিনে নিয়ে গুদামজাত করে রাখে।
চাল উদ্ধারের পর পুলিশ চাতাল মালিক মেহেদী হাসানকে গ্রেফতার করে এবং তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ জব্দকৃত চালগুলো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করার জন্য আদালতে আবেদন করেন।
পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণের অনুমতি দেন।
সেই অনুযায়ী বুধবার দুপুরে শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।