এস এম সালমান হৃদয় পীরগাছা(বগুড়া)প্রতিনিধিঃ
বুধ ও বৃহস্পতিবার বগুড়া পৌরসভা নিশিন্দারা উত্তরপাড়া, মধ্যপাড়া ১৬ নং ওয়ার্ড আসন্ন পৌরসভা নির্বাচন উপলহ্মে দোয়া চেয়ে লিফলেট বিতারণ করেন তরুণ সমাজ সেবক, বিশিষ্ট শিহ্মানুরাগী,১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেসার্স একতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কাউন্সিলর প্রার্থী আমিন আল মেহেদী। । তিনি ১৬ ওয়ার্ডের সমস্যা গুলো তুলে ধরে বলেন গ্রামটি একটি অবহেলিত গ্রাম গত কয়েক বছরে এখানে কোন ধরনের কাজ হয়নি, অতিতের কাউন্সিলরা শুধু আসা দিয়ে ভোট নিয়ে গেছে কিন্তু কোন কাজ করেনি। অত্র ওয়ার্ড থেকে সকল অপরাধ মূলক কর্মকান্ড দুর করে পৌরসভার মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করব। পাশাপাশি বিনামূল্যে সকল প্রকার ভাতার কার্ড প্রদান ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দূষণমুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলব। তাই দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী,মুকুল ইসলাম, ইসমাইল হোসেন টগর,রানা পাইকাড়,সোহেল, রাকিব, কবির আব্দুল মজিদ, শাহিন, মাহমুদুল ইসলাম,সবুজ ইসলাম আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া সহ স্থানীয় ও অত্র ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্রমূখ ।