এস এম সালমান হৃদয় পীরগাছা(বগুড়া)প্রতিনিধিঃ
শুক্রবার বিকালে বগুড়া পৌরসভা ১৬নং ওয়ার্ড নিশিন্দারা মধ্যপাড়া বদিহাজী মাঠে আসন্ন পৌরসভা ১৬নং ওয়ার্ড নির্বাচনি বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিশাল মত বিনিময় সভায় নিশিন্দারা ইউপির সাবেক সদস্য আলহাজ বুলু মিয়ার সভাপতিত্বে আজাদুর রহমান উজ্জলের পরিচালনায় বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভা ১৬নং ওয়ার্ড যুব লীগের সভাপতি , তারণ্যের প্রতিক, যুব সমাজের গর্ব ও কাউন্সিলর পদপ্রার্থী আমিন আল মেহেদী । তিনি অত্র ওয়ার্ডের সমস্যা গুলো তুলে ধরে বলেন,নিশিন্দারা মধ্যপাড়া গ্রামটি একটি অবহেলিত গ্রাম গত কয়েক বছরে এখানে কোন ধরনের কাজ হয়নি, অতিতের কাউন্সিলরা শুধু আসা দিয়ে ভোট নিয়ে গেছে কিন্তু কোন কাজ করেনি। আমি নির্বাচিত হলে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে অত্র ওয়ার্ড উন্নয়ন করবো। সকল অপরাধ মূলক কর্মকান্ড দুর করে পৌরসভার মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করব। পাশাপাশি বিনামূল্যে সকল প্রকার ভাতার কার্ড প্রদান ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দূষণমুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলব। তাই দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুর রহমান,গোলাম রব্বানী,সবুজ মিয়া, গোলাম কিবরিয়া, শাহিন আলম,জয়নাল আবেদিন, ইউসুফ আলী,আনারুল ইসলাম মিন্টু, রেজাউল করিম রেজা, শামীম হোসেন সহ স্থানীয় ও অত্র ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ বক্তব্য রাখেন।