এস এম সালমান হৃদয় পীরগাছা(বগুড়া)প্রতিনিধিঃ
শুকবার বিকালে বগুড়া পৌরসভা ১৭নং ওয়ার্ডের মাটিডালী জিলাদারপাড়া গ্রামে আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে ১৬.১৭ ও ১৮ নং ওয়ার্ড নির্বাচন উপলহ্মে দোয়া চেয়ে গণ সংযোগ করেন নতুন মুখ বিশিষ্ট সমাজ সেবিকা মানবতার সৈনিক জান্নাতুল ফেরদৌসি । তিনি অত্র১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সমস্যা গুলো তুলে ধরে বলেন,মাটিডালী জিলাদার পাড়া গ্রামটি একটি অবহেলিত গ্রাম গত কয়েক বছরে এখানে কোন ধরনের কাজ হয়নি, অতিতের কাউন্সিলরা শুধু আসা দিয়ে ভোট নিয়ে গেছে কিন্তু কোন কাজ করেনি। তাদের খোজ খবর রাখে না। আমি নির্বাচিত হলে এই উন্নয়ন গুলো কাজ গুলো করবো।
তা এখনো দৃশ্যমান। ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ড থেকে সকল অপরাধ মূলক কর্মকান্ড দুর করে পৌরসভার মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করব। পাশাপাশি বিনামূল্যে সকল প্রকার ভাতার কার্ড প্রদান ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দূষণমুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলব। তাই দলমত নির্বিশেষে সকলে সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাত আকন্দ ছনি,আতোয়ার আলী আকন্দ লাভলী বেগম,শারমিন খাতুন, সুমাইয়া আকতার, রানী বেগম,ফারুক রহমান,হারুনুর রসিদ সহ এলাকার গর্ণমান্য ব্যাক্তিবর্গ।