‘শাসক নয়, জনগণের সেবক হতে চাই’ ভড়তেঁতুলিয়ায় পূজা মন্ডবে চেয়ারম্যান পদপ্রার্থী মজনুর রহমান মজনু।

314

মোহাম্মদ রাকিব। নন্দীগ্রাম থেকে

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিন নম্বর ভাটরা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত মরহুম জননেতা জালাল উদ্দীনের সুযোগ্য পুত্র জননেতা জনাব মজনুর রহমান মজনু। গতকাল ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন শেষে ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভড়তেঁতুলিয়ার পূজা মন্ডব পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন মজনুর রহমান। এর আগে ইউনিয়নের হাটধুমা লক্ষ্মী পূজা মন্ডব, নাগরকান্দি লক্ষ্মী পূজা মন্ডব, কালিয়াগাড়ি লক্ষ্মী পূজা মন্ডব, কন্চি গ্রাম লক্ষ্মী পূজা মন্ডবসহ কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রয়াত জননেতা মরহুম জননেতা জালাল উদ্দীনের আদর্শে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মজনুর রহমান বলেন, বাবার আদর্শ বুকে ধারন করে জনগণের শাসক নয়, সেবক হিসাবে জনসাধারণের পাশে থাকতে চাই। সবার দুঃখ কষ্টে পাশে থাকতে চাই এমনই আশ্বাস দেন জনগণের ভালবাসার শীর্ষে থাকা সাবেক উপজেলা ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা মজনুর রহমান। তিনি আরও বলেন, বিবেকবোধ জাগ্রত করে পাশে দাঁড়ান। ইউনিয়নবাসী সবই জানে, বিগত দিনে কে কতোটা ভালবাসা দিয়ে গেছেন, ভালো মন্দ করে গেছেন। সুতরাং মুখ গুটিয়ে না রেখে সত্যকে আঁকড়ে ধরে সত্যর জয় নিশ্চিত করুন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার তিন নম্বর ভাটরা ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে থাকা চেয়ারম্যান পদপ্রার্থী ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমর্থন আরো গতিশীল রাখার জন্য অনুরোধ করেন।পরিশেষে মন্ডব চত্বরে সবার সাথে কুশল বিনিময় করে পূজা কমিটির নিকট উপহার স্বরূপ আর্থিক সহযোগিতা করেন এ নেতা।