শাজাহানপুরে বাল্য বিয়ে দেয়ায় ভ্রাম্যমান আদালতে মেয়ের বাবার জরিমানা

256

 

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপু উপজেলার চোপীনগর ইউনিয়নের কচুয়াদহ গ্রামে রুস্তম আলী (৫৫)’র মেয়ে(১৭)’র গত ফেব্রæয়ারী মাসে মাদলা ইউনিয়নের শেখপাড়া গ্রামের সাব্বির হোসেন(২৫)’র বিবাহ সম্পন্ন হয়। গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে মেয়েকে উঠিয়ে দেয়ার প্রস্তুতি চলছিলো। বিকেল ৫টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটকে যান রুস্তম আলী। ১০হাজার টাকা জরিমান দেন এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখার মুচলেকা দিয়েছেন তিনি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশিক খান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্বিতে বাল্য বিয়ের বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিৎ হন গত ফেব্রæয়ারি মাসে রুস্তমের মেয়ের সাথে সাব্বির হোসেন’র বিবাহ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে মেয়েকে উঠিয়ে দেয়ার অনুষ্ঠান চলছে। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মেয়ে ও জামাইকে লুকিয়ে মেয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে নাটক সাজায় মেয়ের বাবা। বর-কনেকে না পেয়ে মেয়ের ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়ের বাবা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এসময় আদালত মেয়ের বাবা রুস্তম আলীকে ১০হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং ১৮ বছর হওয়ার আগে মেয়েকে ছেলের বাড়িতে পাঠাবে না মর্মে মুচলেকা দেন রুস্তম