সমাজ থেকে সকল অপরাধ নির্মূল করতে সর্বস্তরে শুদ্ধি অভিযান চালাতে হবে- তানসেন

232

প্রেস বিজ্ঞপ্তি

সুশাসন চাই এই স্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার সকাল ৯ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি সাবেক এম.পি রেজাউল করিম তানসেন বলেছেন, অবৈধ বাজার সিন্ডিকেটের কারনে আজ দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এই সিন্ডিকেট ভেঙ্গে বাজারকে স্থিতিশীল রাখতে হবে। মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় সকল পন্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডা, ধর্ষকসহ অপরাধীদের সাথে অসৎ রাজনৈতিক ও প্রশাসনের এক শ্রেণীর অসৎ কর্মমর্তাদের সন্ধি রয়েছে। সমাজ থেকে সকল অপরাধ নির্মূল করতে সর্বস্তরে শুদ্ধি অভিযান চালাতে হবে। সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে মুর্নীতি, লুটপাট, অন্যায়, অনাচার অবিচারের অবসান করতে হবে। তিনি সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে ঘোষনার আহবান জানান। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, জাসদ নেতা বিকাশ মন্ডল, জামাল,  জোবায়ের হোসেন মোল্লা, অধ্যক্ষ নজরুল ইসলাম, জুয়েল, শহর শাখার সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, শ্রমিক নেতা আশরাফ, রায়হান প্রমূখ নেতৃবৃন্দ।