ইনস্টাগ্রামজুড়ে রিমঝিমের বিয়ের খবর

260

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

কলকাতার চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খুবই জনপ্রিয় একজন মুখ রিমঝিম মিত্র। গত কয়েকদিন ধরে সামজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম সাইট ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে তার বিয়ের একটি ছবি। সেখানে বধূবেশে ধরা দিয়েছেন রিমঝিম। বরবেশে রয়েছেন অভিনেতা বিভান। তা দেখে এক নেটিজেনের প্রশ্ন, দাওয়াত তো পেলাম না! কবে হল এসব?’

তাহলে কি রিমঝিম ও ছোট পর্দার অভিনেতা বিভানের চার হাত এক হয়েই গেল? শুনেই আঁতকে উঠলেন অভিনেত্রী। জানালেন, পুরোটাই ভুয়া। কিছুই সত্যি নয়।

রিমঝিমের দাবি, ‘ফেসবুক ও ইনস্টাগ্রামে আমার নামে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট। সেখান থেকেই বিভানের সঙ্গে আমার ছবি ছড়ানো হয়েছে। এখন আবার বিয়ের খবর। স্টার জলসার ‘তিতলি’ সিরিয়ালে আমার এ রকমই একটা বিয়ের দৃশ্য ছিল। সেই ছবিই ব্যবহার করছে ভুয়া অ্যাকাউন্টধারীরা। ফোনের পরে ফোন সামলাতে সামলাতে আমি একেবারে নাস্তানাবুদ!’

দীর্ঘদিন ধরেই নাকি এমন সমস্যার সম্মুখীন রিমঝিম। তাহলে সোশ্যাল মিডিয়ায় কোনো বার্তা দেননি কেন? সংবাদমাধ্যমকেই বা কেন জানাননি? কিছুদিন আগে যেমন জানিয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী। তাদের নামেও সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে একাধিক ভুয়া অ্যাকাউন্ট।

এ প্রসঙ্গে অভিনেত্রী রিমঝিমের বক্তব্য, ‘তারকাদের সঙ্গে এমনটা প্রায়ই ঘটে। একসঙ্গে এতগুলো ফেক অ্যাকাউন্ট খোলা হয় যে, পরে নিজেরাই বাছতে গিয়ে হিমশিম খান।’

বর্তমানে টিভি সিরিয়ালে বেশি দেখা গেলেও রিমঝিমের কেরিয়ার শুরু হয়েছিল ২০০৯ সালে ‘ক্রস কানেকশন’ নামে একটি চলচ্চিত্র দিয়ে। পরবর্তীতে তিনি ‘মল্লিক বাড়ি’, ‘পাগলু টু’ ও ‘জিও গাপলা’সহ ডজন খানেকের বেশি ছবিতে অভিনয় করেন। গত বছর বিজেপিতে যোগদানের মাধ্যমে রিমঝিম রাজনীতিতেও সক্রিয় হন।