দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ঋণ ও সনদ বিতরণ

204

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ১ নভেম্বর রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠসহকারী অসীম কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কান্তি বসাক, প্রশিক্ষক জাহাঙ্গীর আলম, আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী প্রমুখ। পরে যুব উন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে ৩২জন প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রকল্পধারী যুব ও যুবাদের মাঝে ৪০থেকে ৬০হাজার টাকা পর্যন্ত মোট ১৩লাখ ৯০হাজার টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।