প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা দেশের সম্পদ-আসাদুর রহমান দুলু

311

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা দেশের সম্পদ। একটু স্নেহ ও ভালবাসা পেলে এরা সাভাবিক ভাবে জীবন যাপন করতে পারবে। বর্তমানে সময়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কারিগরী শিক্ষা গ্রহন করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে চাকুরী করছে। এছাড়াও সাংস্কৃতি ও ক্রীড়াঅঙ্গনে তাদের অবদান রয়েছে। তিনি আরোও বলেন, একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কওমী মাদরাসা শিক্ষার্থীদের সনদপত্রের মাধ্যমে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছে। সন্ত্রাস,মাদক,দুর্নীতিমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকার বার বার দরকার।
রবিবার বিকেলে ঠেঙ্গামারা মাদরাসা মাঠে টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে বিশ^ ডাউন সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সৈয়দা রাকিবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বগুড়ার নৃত্য প্রশিক্ষক বুলবুল ব্যাপারী, টিএমএসএস উপদেষ্টা ইজাফ উদ্দিন, এনামুল হক, টিএমএসএস অটিজম স্কুলের প্রধান শিক্ষক সরোয়াদী বারী, দাখিল মাদরাসার সুপার মাসুদুর রহমান,আলিম মাদরসা প্রভাষক আব্দুল্লাহ হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুর রহমান ও সাঈদ যুবায়ের পিলু।