রেকর্ড ছোঁয়া জয় লিভারপুলের, জয়ে ফিরেছে চেলস

217

আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছিল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লিভারপুলকেও প্রায় আটকেই দিয়েছিল ডেভিড ময়েসের দল। তাতে ঘরের মাঠে টানা ৬৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়া হলেও রঙ হারাতো। বদলি হিসেবে নেমে লিভারপুলের জয় নিশ্চিত করেন দিয়েগো জোতা। ১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত ঘরের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত ছিল বব পায়েসলির লিভারপুল। শনিবার রাতে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে সেটা ছুঁয়ে ফেলল ইয়ুর্গেন ক্লপের দল।

ইংলিশ প্রিমিয়ার লীগে আগের দুই ম্যাচে ড্র করা চেলসি ফিরেছে জয়ের ধারায়। বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

দ্বাদশ মিনিটে পাবলো ফোরলানসের গোলে লিড নেয় ওয়েস্টহ্যাম। ৪২তম মিনিটে মোহাম্মদ সালাহর সফল স্পটকিকে সমতায় ফেরে অলরেডরা।

৮৫ মিনিটে লিভারপুলের জয় নিশ্চিত করেন জোতা। ৭ ম্যাচে পঞ্চম জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

বার্নলির মাঠে হাকিম জিয়েখের গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগে মরোক্কান মিডফিল্ডারের এটি প্রথম গোল। ৬৩ মিনিটে কর্ণার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কুর্ত জুমা। সাত মিনিট পর ব্যবধান আরো বাড়ান টিমো ভেরনার। ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে চেলসি।