রেফারির দিকে শট নেয়ায় মেসিকে লাল কার্ড দেয়া উচিত ছিল

218


ম্যাচের তখন ৩৮ মিনিট। ডি-বক্সের কাছ থেকে আনসু ফাতির পাস ধরে এগিয়ে যেতে থাকা মেসিকে বাধা দেন আলাভেস ডিফেন্ডার। বল হারিয়ে মেসি ফাউলের আবেদন করলে সাড়া দেননি রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ। রেফারির সিদ্ধান্তে যে পছন্দ হয়নি মেসির সেটা তখন প্রকাশও করেন। কয়েক সেকেন্ড পরই বল সাইড লাইনের বাইরে গেলে থ্রো-ইন পায় বার্সা। সেখান থেকে খেলা আবার শুরু করে তারা। আহত হয়ে আলাভেসের একজন খেলোয়াড় পড়ে থাকায় খেলা থামিয়ে দেন রেফারি। সেটা পছন্দ হয়নি মেসির।

অনেকটা ইচ্ছা করেই রেফারির দিকে শট নেন মেসি। বল গিয়ে লাগে রেফারির পায়ে। হলুদ কার্ড দেখেন মেসি।

তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার রেফারি বিশেষজ্ঞ আন্দুহার অলিভার মনে করেন শাস্তিটা কম হয়েছে মেসির। তিনি বলেন, ‘সে মুহূর্তটা যদি আপনি দেখেন স্পষ্টতই দেখা গেছে ইচ্ছে করেই রেফারির দিকে শট নিয়েছেন মেসি। এজন্য লাল কার্ড তার প্রাপ্য ছিল।’

আলাভেসের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স ছিল বার্সেলোনার। ৩১তম মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজমের পর সমতায় ফেরে ৬৩ মিনিটে। আলাভেস ১০ জনের দলে পরিণত হলেও পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ১৮ বছর পর সবচেয়ে বাজেভাবে লা লিগা শুরু করেছে রোনাল্ড কোম্যানের দল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ১২তম স্থানে রয়েছে তারা।

লিওনেল মেসি পেনাল্টি ছাড়া গোল করতে পারেননি এখনো। সময়ের হিসেবে যা ৮৭৭ মিনিট!