প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সোমবার বিকাল ৩টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, দিলীপ কুমার চৌধুরী, তালেবুল ইসলাম তালেব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, আজিজুল হক, মোস্তাফিজার রহমান মোস্তা, আব্দুল খালেক দুলু, সিরাজুল ইসলাম খান রাজু, আব্দুস সালাম ভুলন, আব্দুর রাজ্জাক মিলু, আব্দুস সাত্তার, আহসান হাবিব আম্বিয়া, টি আই এম নুরুন্নবী তারিক, হেলাল উদ্দিন কবিরাজ, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম রফিক, ফজলুল হক ফজলু। সভায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক নভেম্বরের মধ্যে উপজেলা গুলিতে ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন, পৌরসভা গুলিতে প্রার্থী নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত এবং গাবতলী, আদমদীঘি, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার সম্মেলন আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।