———————————————–
আকাশ স্টাফ রিপোর্টারঃ সোমবার বগুড়া সদরের মাটিডালী বিমান মোড়ে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (সাঃ) এর মিথ্যা ব্যঙ্গচিত্র প্রদাশর্নের প্রতিবাদে মানব বন্ধন। এ সময় উপস্থিত ছিলেন, শাহাদৎ আলীর হাবিবুর রহমান,শামিম হোসেন,রাসেদুল ইসলাম,হারুনার রশিদ,আব্দুস সালাম,রেজাউল করিম। বগুড়া জেলা শাখা ছারছীনা দরবার শরীফ পক্ষে বগুড়া ছালেহীয়া কমপ্লেক্সের ও জমিইয়াতে হেজবুল্লাহ্ ও যুবছাত্র হেজবুল্লাহ্ আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এবং মানব বন্ধন শেষে দোয়া করা হয়।