শেরপুরে পাচারকালে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ, আটক ৪2 মিনিটে পড়ুন

163

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পাচারকালে দুই ট্রাক ভর্তি ৪০মেট্রিকটন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় ওইসব ট্রাকের দুই চালক ও তাদের দুই সহকারীকে আটক করা হয়েছে। রোববার (০১নভেম্বর) দিনগত রাত অনুমান নয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক জব্দ করাসহ তাদের আটক করেন। তারা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডীপুর গ্রামের জামাল উদ্দীন (৩০) ও তার সহকারী একই গ্রামের লিটন কুমার (২৫) এবং একই জেলা-উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৪) ও তার সহকারি নাসির আলী (২৩)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে দুইটি ট্রাকে ভরে (ঢাকা মেট্টো ট-২২-৪৯০৩) ও (ঢাকা- মেট্টো ট-২০-৪০০৫) পাচারের উদ্দেশ্যে যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা থেকে সারবোঝাই দুইটি ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকের চালান অনুযায়ী ৪০ মেট্রিকটন সার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।