শেরপুরে পাচারকালে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ, আটক ৪

244

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পাচারকালে দুই ট্রাক ভর্তি ৪০মেট্রিকটন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় ওইসব ট্রাকের দুই চালক ও তাদের দুই সহকারীকে আটক করা হয়েছে। রোববার (০১নভেম্বর) দিনগত রাত অনুমান নয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক জব্দ করাসহ তাদের আটক করেন। তারা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডীপুর গ্রামের জামাল উদ্দীন (৩০) ও তার সহকারী একই গ্রামের লিটন কুমার (২৫) এবং একই জেলা-উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৪) ও তার সহকারি নাসির আলী (২৩)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে দুইটি ট্রাকে ভরে (ঢাকা মেট্টো ট-২২-৪৯০৩) ও (ঢাকা- মেট্টো ট-২০-৪০০৫) পাচারের উদ্দেশ্যে যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকা থেকে সারবোঝাই দুইটি ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকের চালান অনুযায়ী ৪০ মেট্রিকটন সার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।