গাবতলীতে জাতীয় জেল হত্যা দিবস পালিত

261

গাবতলী(বগুড়া) প্রতিনিধি  ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বগুড়ার গাবতলী পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ৪ নেতার স্মরণে এবং খুনিদের সাজা কার্যকরের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা থানার তিনমাথার মোড়ে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খাজা নাজিমুদ্দিন, মুক্তিযোদ্ধা ও পৌরসভাধীন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাফরু পাইকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফোরকান, পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরণ, উপজেলা তাতী লীগের আহবায়ক ফেরদৌস রহমান গামা, সদস্য সচিব বিমল রায়, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গাজিউর রহমান গাজী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোহনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।