মানুষের সেবা করা আমার নেশা, তাই জীবনের বাকি সময় সেবা করে যেতে চাই– শহিদুল ইসলাম।1 মিনিটে পড়ুন

277

খায়রুল ইসলাম নন্দিগ্রাম :-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে, নানা জল্পনা কল্পনা পেরিয়ে, বগুড়া নন্দিগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম।

৩ নভেম্বর ২০২০ইং রোজ মঙ্গলবার নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারনা শেষে, সন্ধ্যা ৭টায় অত্র ওয়ার্ডের শেখের মাড়িয়া গ্রামে, নির্বাচনী উঠান বৈঠক ও আলোচোনা সভায় তিনি বলেন– আমি সারা জীবন মানুষের সেবা করে এসেছি,সেবা করা আমার নেশা, তাই আমার বাকি জীবন আপনাদের সেবা করে কাটাতে চাই। আপনারা আমাকে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন।